বরিশাল প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামের আলী হোসেন তালুকদার এর ৮ম শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী লিজা আক্তার ও ২য় শ্রেনীতে পড়ুয়া তার ছোট বোন জান্নাতীকে পুকুর থেকে বাঁচাতে গিয়ে শনিবার বিকেলে দু’জনেরই মর্মান্তিক মৃত্যু ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার গাজীপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী লিজা আক্তার পরীক্ষা শেষে বাড়ী ফিরে পুকুর পারে গেলে ছোট বোন জান্নাতী পুকুরে পরে গেছে দেখে ছোটবোন উদ্ধারের জন্য নিজে ঝাঁপদিয়ে পুকুরে পরে কিন্তু বড় বোন লিজা সাতার কাটতে না জানায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু ঘটে। তৎক্ষনিক দু’বোনকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করেন।
ভান্ডারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ এস.এম. মকসুদুর রহমান জানায় তারা দুই বোন কেউ সাতার না জানায় এই মৃত্যু ঘটেছে।
Leave a Reply