4th, October, 2023, 11:17 pm

চীনে ৬৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩০ হাজার

আন্র্তজাতিক ডেস্ক: চীনে করোনাভাইরাসে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৬ জন, আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশী। সরকারিভাবে একথা জানানো হয়েছে। এই ভাইরাসের মহামারিতে নতুন আরো ৭৩ জনের মৃত্যু হয়েছে, জাতীয় স্বাস্থ্য কমিশন প্রতিদিনের নতুন আপডেটে এ সংখ্যার উল্লেখ করেছে। এতে ৩ হাজার ১৪৩ জন নতুন আক্রান্ত রোগী সনাক্তের খবর নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে গত ২৪ ঘন্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৮০০ জনের অবস্থা গুরুতর। ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চীন কর্তৃপক্ষ লোকদের বাড়িতে থাকতে বললেও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। হাসপাতালে রোগী বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে চরম সংকট মোকাবেলা করতে হচ্ছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please