শেরপুর প্রতিনিধি : খড় বোঝাই চলন্ত ট্রাকের ছাদে বিদ্যুতের হাই ভোল্টেজের তাড়ে জড়িয়ে মারা গেছে হেল্পার আলামিন (১৮)। আলামিন নকলা উপজেলার ছত্রকোনা গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে। গতকাল রবিবার রাত নয়টার দিকে নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডের নালিতাবাড়ীস্থ শেহড়াতলী চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। স্থানীয়রা এবং পুলিশ জানান, শেহড়াতলী এলাকার জনৈক কৃষকের কাছ থেকে খড় কিনে ট্রাক বোঝাইয়ের পর রাত পৌণে নয়টার দিকে নালিতাবাড়ীর শহরের দিকে আসছিল (ঢাকা মেট্রো ট-১-৪৯৪১৪ নং) ট্র্রাকটি। এসময় ট্রাকের হেল্পার ছাদে বোঝাই করা খড়ের উপর বসা ছিল। শেহড়াতলী চৌরাস্তার মোড়ে এলে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে যাওয়া পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তারে জড়িয়ে ট্রাকের হেল্পার আলামিনের ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি টের পেয়ে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ট্রাকের ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে ট্র্রাকসহ থানায় নিয়ে আসে।