6th, June, 2023, 3:39 pm

চলনবিলে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা শুরু

নাটোর প্রতিনিধি : শস্যভান্ডার হিসেবে পরিচিত চলনবিলের সিংড়ায় সনাতন পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। রোববার দুপুরে চৌগ্রাম বিলে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তনের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন জানান, করোনাভাইরাসের কারণে চলনবিলে বোরো ফসল ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দিতে পারে। আর এই আশংকায় যান্ত্রিক পদ্ধতিতে ফসল কর্তন ও মাড়াই শুরু হয়েছে। ইতোমধ্যে সিংড়া উপজেলায় ভর্তুকি মূল্যে ৭টি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। এই যন্ত্র দিয়ে স্বল্প খরচে ঘন্টায় এক একর জমির ফসল কর্তন ও মাড়াই করতে পারবে কৃষক।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please