31st, May, 2023, 12:45 am

গ্রাম পুলিশদের পোষাক ও পণ্য বিতরন

নিজেস্ব প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ কর্মচারীদের ( গ্রাম পুলিশ)  ২০১৯-২০২০ অর্থবছরে পোষাক ও পণ্য বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে  শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের ৮৩ জন ( ৮০ জন পুরুষ, ৩ জন নারী) দফাদার ও মহল্লাদারদের জন্য বরাদ্দকৃত  পোষাক ও পণ্য বিতরণ করা হয়।  শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম তাদের মাঝে এসব পোষাক ও পণ্য বিতরন করেন।  এসব পণ্যের মধ্যে পুরুষদের জন্য–খাকি রং এর ফুলপ্যান্ট- ২ টি, নীল রঙের ফুলহাতা শার্ট ১টি,  নীল রঙের হাফহাতা শার্ট ১টি,  কাপড়ের জুতা ১ জোড়া,  চামড়ার জুতা ১ জোড়া, উন্নতমানের বেল্ট ১ টি, টর্চলাইট ১ টি,  ছাতা ১ টি, রেইনকোট ১টি ও  বেতের লাঠি ১ টি। এছাড়াও মহিলাদের জন্য—শাড়ি পেটিকোট ফুলহাতা ব্লাউজসহ ২ সেট,  কাপড়ের জুতা ১ জোড়া,  চামড়ার জুতা ১ জোড়া, উন্নতমানের বেল্ট ১ টি, টর্চলাইট ১ টি,  ছাতা ১ টি, রেইনকোট ১টি ও বেতের লাঠি ১ টি  এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম  স্থানীয় বাজারসমূহে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও নির্ধারিত সময়ের পর যাতে কেউ দোকান খোলা না রাখে এ বিষয়ে নজরদারি জোরদার করতে গ্রাম পুলিশদের নির্দেশ দেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please