নীলফামারী প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখতে নীলফামারীর ডিমলায় খোলা মাঠে সরিয়ে নেওয়া হয়েছে কাঁচা বাজার। সরকার নির্ধারিত জায়গায় কাঁচা বাজারে লোক সমাগম বেশি হওয়ায় সামাজিক দুরত্ব না মেনে ডিমলায় পরিচালিত হচ্ছিল কাঁচা বাজার। বুধবার ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক দুরত্বের কথা ভেবে কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে সরকার নির্ধারিত জায়গা থেকে সরিয়ে ডিমলা উপজেলা পরিষদ মাঠে কাঁচা বাজার স্থানত্বরিত করেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, এখন থেকে করোনা ভাইরাসের পাদুর্ভাব শিথিল না হওয়া পয্যন্ত উপজেলা পরিষদের খোলা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকার নির্ধারিত সময়ে কাঁচা বাজার পরিচালিত হবে।