আজ [bangla_date], [english_date]

খেলাধুলা নিয়ে রাজনীতি করা উচিৎ না : ম্যাখোঁ

নিজস্ব প্রতিবেদক :  আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, আমাদের অবশ্যই খেলাধুলা নিয়ে রাজনীতি করা উচিৎ হবে না। কাতারের বিশ্বকাপ আয়োজন নিয়ে সৃস্ট বিতর্ক প্রসঙ্গে তিনি আরো বলেছেন, টুর্নামেন্ট আয়োজনের প্রার্থীতা ঘোষনার সময়ই কাতার বিষয়ে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোকপাত করা উচিৎ ছিল।
ম্যাখোঁ বলেন, আমার মতে ক্রীড়াঙ্গনে রাজনীতি বর্জন করতে হবে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স এবার মাঠে নামছে শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে। মানবাধিকার লঙ্ঘন, ভিন্নমতাবলম্বীদের দমন, বিদেশী কর্মীদের সাথে দুর্ব্যবহারসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের মধ্যেই আগামী রোববার মধ্যপ্রাচ্যের কাতারে শুরু হতে যাচ্ছে ২০২২ সালের বিশ্বকাপ। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে  তিনি সাংবাদিকদের বলেন, আয়োজক সত্ব দেয়ার সময় এসব বিষয় সমাধান করা উচিৎ ছিল।

ফ্রেঞ্চ ফুটবল অধিনায়ক হুগো লোরিস বলেছেন, তিনি ইউরোপের অন্য অধিনায়কদের মতো টুর্নামেন্টের সময় বৈষম্য বিরোধী আর্মব্যান্ড পড়বেন না। বলেন, কাতারের সংস্কৃতির প্রতি তিনি সম্মান দেখাতে চান, যেখানে সমকামীতা অবৈধ। ফ্রান্স সেমি-ফাইনালে পৌঁছাতে পারলে কাতার সফরে যাবার ইচ্ছা প্রকাশ করা ম্যার্খোঁ আরো বলেন, ক্রীড়াঙ্গনে রাজনীতি টেনে আনার ধারনাটি বাজে। ২০২৪ সালে ফ্রান্স অলিম্পিক গেমসের আয়োজন করতে যাচ্ছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। ২০১৮ সালের বিশ্বকাপ দেখতেও রাশিয়া গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ওই আসরের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল লোরিসের নেতৃত্বাধীন ফ্রান্স। আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। গ্রুপের পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে ডেনমার্ক ও তিউনিশিয়া।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please