নিজেস্ব প্রতিনিধি : করোনার প্রভাবে সবাই যখন সব নেতা কর্মীরা নিজেকে গুটিয়ে রেখেছে ঠিক তখনই রাজধানী মিরপুর ২ নং ওয়ার্ড এর এক যুবলীগ কর্মী মোঃ ইসমাইল হোসেন জয় নিজ উদ্দ্যোগে প্রায় কয়েক শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল,ডাল,তেল,আলু বিতরণ করেন। আজ ২৫ মার্চ সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিনি তার বন্ধু ও সহকর্মীদের সাথে নিয়ে মিরপুর বারো নাম্বার এলাকার বিভিন্ন পয়েন্টে এই খাবার সামগ্রী বিতরণ করেন।
ইসমাঈলের দেওয়া চাল,ডাল,আলু,তেল,লবন নিয়ে ঘরমুখী মানুষ
এ বিষয়ে ইসমাইল হোসেন জয় বলেন করোনা ভাইরাসের প্রভাবে এই অসহায় মানুষ গুলি আরো বেশি বিপাকে পড়েছেন। বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা থাকায় তাদের খাবার সংকট আরো তীব্র হয়েছে তাই আমার পক্ষে যতটুকু সম্ভব তাই দিয়েই তাদের পাশে দাঁড়িয়েছি।