21st, September, 2023, 4:15 pm

গোমস্তাপুরে মুজিববর্ষ উপলক্ষে কৃষি বিভাগের কৃষি উপকরণ বিতরণ

কৃষি বিভাগের কৃষি উপকরণ বিতরণ

নিজেস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কৃষক-কৃষানীদের মাঝে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে জৈব সার, বালাইনাশকও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আয়োজিত এক অনুষ্ঠানে এ কৃষি সামগ্রী কৃষকদের মাঝে তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা । বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা প্রেস ক্লাবেরর সভাপতি আতিকুল ইসলাম আজম। পরে উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা ও গোমস্তাপুর ইউনিয়নের কলাইদিয়াড় দু’টি গ্রামের ২২ জন কৃষক-কৃষাণীকে নিরাপদ সবজি উৎপাদনে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। উল্লেখ্য ,উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় নিরাপদ সবজি গ্রাম স্থাপন করার লক্ষ্যে উপজেলার ২টি গ্রামের (চাঁড়ালডাঙ্গা ও কলাইদিয়াড়) ২২ জন কৃষক-কৃষাণীর মাঝে নিরাপদ সবজি উৎপাদনে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please