2nd, June, 2023, 11:38 pm

কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দিনাজপুর জেলার প্রান্তিক কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ কার্য্যক্রম উদ্ধোধন করা হয়েছে । রবিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্য্যালয় চত্বরে আয়োজিত মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজি‘র ব্যবস্থাপনা পরিচালক মো: লিয়ন চৌধুরীর আয়োজনে দিনাজপুর জেলার শাক-সবজির বীজ বিতরণ কার্য্যক্রমের উদ্ধোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো: নূরুল ইসলাম। প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত খানসামা উপজেলার কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করে পর্যায়ক্রমে চলমান বীজ বিতরণ কার্য্যক্রম উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছসহ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীর কর্মকর্তা ছাড়াও দিনাজপুরের কর্মরত বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please