6th, June, 2023, 4:30 pm

কৃষকদের আমন ধান চাষের প্রস্তুতি

নিজেস্ব প্রতিবেদক : পাঁচবিবি উপজেলার কৃষকরা আমন চাষের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন। প্রাথমিক ভাবে কৃষকরা আমনের জমির আইলের ধার (সাইড) কেটে জমিকে আমন চাষের উপযোগী করে তুলছেন। উপজেলায় বন্যা সহ প্রাকৃতিক কোন দুর্যোগ না থাকায় এবার আগে ভাগেই শুরু হচ্ছে আমন চারা রোপন। বাগজানা মাঠে দোগছি লাগানো কৃষক গৌরাঙ্গ জানায়, এক মাস আগে আমন ধান বীজ তলায় ছিটানো হয়। এই বীজের চারা যখন প্রায় এক ফুট উচ্চতা হয়, তখন সেই চারা তুলে পুনরায় অন্য জমিতে রোপন শুরু করেছি। দোগাছির উপকারিতা কি জানতে চাইলে কৃষক শহিদুল, মাসুদ রানা, সামছুল বলেন, দোগছি করলে চারার দন্ড মোটা হয়, ৮/১০টি চারা থেকে কমপক্ষে ৪০/৫০ টি গাছ গজায় এবং দোগছির চারা জমিতে রোপন করলে চারা সাশ্রয় ও চারার গোঁজ মোটা, ধানের শীষ লম্বা হয়, পোকার আক্রমণ সহ ধান গাছে নানা বিধ রোগ বালাই দেখা না দিলে দোগছি ধানের ফলনও ভাল পাওয়া যায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০হাজার ২৩০ হেঃ জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে উপজেলায় প্রায় ১২শ হেক্টর জমিতে আমন বীজতলা তৈরী করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, এ এলাকায় স্থানীয় কৃষকের মাঝে দোগছির প্রচলন বেশি। কিন্তু সব ধানের ক্ষেত্রে দোগছি করা যাবে না, যে ধানের জীবনকাল বেশি সেটি করা যেতে পারে। তবে বন্যা কবলিত এলাকায় দোগছি করলে চারা সংকটের সম্ভাবনা থাকে না বলে তিনি জানান।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please