15th, August, 2022, 1:47 am

কীভাবে মাঠে থাকবেন শামীম ওসমান?

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নগরীর ১২ নম্বর ওয়ার্ডে খানপুরে গণসংযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সবসময় জনগণের প্রতি, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। উনি (শামীম ওসমান) কীভবে মাঠে থাকবেন। উনি একজন সংসদ সদস্য। আচরণবিধি লঙ্ঘন হবে তিনি মাঠে থাকলে।

মঙ্গলবার সকালে খানপুরে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। আইভী বলেন, আমি অবশ্যই চাইবো নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর থাকুক। প্রশাসন যেন নিরপেক্ষ থাকে এ্যাক্টিভ থাকে। আমার ভোটাররা যেন ভোট দিতে যেতে পারে সে ব্যবস্থা যেন করা হয়। শহরের মধ্যে মাদক ব্যাবসায়ী যারা।

যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদের গ্রেপ্তার করা হোক। এটা সব প্রার্থীরই চাওয়া থাকে। উনি (তৈমূর) বলে পরিবেশটা সুন্দর থাকুক, আমিও বলি পরিবেশটা সুন্দর থাকুক। আমি চাই এমন কোন ঘটনা যেন না ঘটে যার কারণে সমস্যা সৃষ্টি হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page