22nd, September, 2023, 8:13 am

কানাডায় গেলেন হানিফ

নিজেস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ কানাডায় গিয়েছেন। শুক্রবার ভোররাত চারটার দিকে কানাডার উদ্দেশে তিনি রওনা হন। জানা গেছে, আওয়ামী লীগ নেতা হানিফ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন। ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তাঁর। শনিবার বিকালে মাহবুবউল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবউল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। এর মধ্যে এক আত্মীয় অসুস্থ। কিন্তু করোনার জন্য অনেক দিন ধরে সেখানে যেতে পারছিলেন না। তাদের সবার সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন। এদিকে মাহবুবউল আলম হানিফের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি মূলত কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গেছেন। সেখানে তার ১০ থেকে ১৫ দিন থাকার কথা রয়েছে। এছাড়া দেশের বাইরে যাওয়ার আগে হানিফ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে বিষয়টি অবহিত করেছেন বলেও জানা গেছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please