27th, March, 2023, 3:10 am

কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে কাজের মেয়েকে (১২) ধর্ষণের অভিযোগে সাখাওয়াত হোসেন (৪৮) নামে এক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটক সাখাওয়াত হোসেন উপজেলার উপলশহর গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে। তিনি বড়াইগ্রাম ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। ভূক্তভোগী কিশোরী ও তার পরিবার সূত্রে জানা যায়, গত ২২ মে সাখাওয়াতের বাড়ির সদস্যরা সবাই আত্নীয় বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে তিনি মেয়েটিকে পা টেপার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যান এবং এক পর্যায়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে মেয়েটি তার মাকে এবারসহ ইতোঃপূর্বে আরো একবার একই কায়দায় সাখাওয়াত তাকে ধর্ষণ করেছে বলে জানায়। কিন্তু স্থানীয় একটি মহল বিষয়টি গোপনে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে অবশেষে বিষয়টি প্রকাশ হয়ে গেলে বৃহস্পতিবার সাখাওয়াতকে আটক করেছে পুলিশ । বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত সাখাওয়াত হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please