4th, October, 2023, 11:54 pm

কাউকে ভোট দিতে ডাকবো না

নিজেস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে নিরাপত্তা নিশ্চিত করে ভোটাররা ভোট দিতে আসবেন বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর পান্থপথের লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দিতে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার রফিকুল বলেন, আমরা কাউকে ভোট দিতে ডাকবো না। কোনো ভোটার অনিরাপদ মনে করলে তিনি না আসতে পারেন। তবে ভোটারদের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে। ভোটাররা চাইলে নিরাপদে ভোট দিতে পারবেন। এদিকে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলছে। এ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে তিনি নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি এ আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please