রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে কলার ভেলায় ভেসে আসা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ কুঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বে ইয়াহ হিয়া মিয়া কূপের কাছে পদ্মা নদী হতে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, কুঠিপাড়া গ্রামের পদ্মানদীর তীরবর্তি মানুষ কলার ভেলায় ভেসে আসা একটি মরদেহ দেখতে পাই। তারা পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই সময় নারীর মুখ মুন্ডলটি বিকৃত হয়ে পঁচা ভাব এসেছে। ধারনা করা হচ্ছে ৫-৬ দিন পূর্বে মারা গেছে। গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত নারীর পরিচয় বিকেল ৪ টা পর্যন্ত সনাক্ত করতে পারি নি। কলার ভেলায় মরদেহ ভাসা এমন পরিকল্পিত কাজ এটি কোন রহস্য জনক কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আদিম যুগে এমন ঘটনা ঘটতো অথবা সিনেমায় দেখা যেতো সাপে কাটলে এমন ভাবে ভাসিয়ে দিতো। তবে করোনা নাকি অন্য কোন করান তা বলতে পারছি না। লাশ ময়না তদন্তের জন্য রামেকের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।