6th, June, 2023, 2:41 pm

করোনা প্রতিরোধ সচেতনতায় গ্রাজুয়েট ফোরাম অফ বাউনিয়াবাঁধ

মো: সোলায়মান: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫নং ওয়াডের্র বাউনিয়াবাঁধ এলাকায় সচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছে গ্রাজুয়েট ফোরাম অফ বাউনিয়াবাঁধ”নামে একটি সংগঠন। এই সংগঠনটি ÕRescue Team For CoronaÕ নামে একটি টিম তৈরি করে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণার কার্যক্রম পরিচালনা করছে। ২৪ মার্চ থেকে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকার বিভিন্ন স্থানে জনসমাগম এড়িয়ে চলা ও ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া আর করোনা ভাইরাস নিয়ে কোন গুজব বা আতংকিত না হয়ে সচেতনতা মূলক মাইকিং আর লিফলেট বিলি এবং মাস্ক ও সাবান বিতরণ করে জনগণকে হাত ধোয়ায় উৎসাহিত করা হচ্ছে এবং প্রবাসীদের সনাক্ত করে তাদেরকে ১৪ দিন ২৪ ঘন্টাই হোম কোয়ারান্টাইন যেন থাকে সেই জন্য তাদেরকে বোঝাচ্ছে। পাশাপাশি তারা নিজ উদ্দ্যোগে জীবানু নাশক ওষুধ ছিটাচ্ছেন এলাকার বিভিন্ন অলি গলিতে। গ্রাজুয়েট ফোরাম অফ বাউনিয়াবাঁধ”এর আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন বলেন,করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে তাই আতংক দূর করে সচেতনতা সৃষ্টি করে জনসাধারণকে সচেতন করতেই আমাদের এই প্রচারণা। প্রচারনায় সম্বনয়কের দায়িত্বে থাকা ”গ্রাজুয়েট ফোরাম অফ বাউনিয়াবাঁধ”এর সদস্য মোহাম্মদ হুমায়ূন কবির জানান, এলাকার মানুষকে সহজেই করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জানাতে লিফলেট বিলির পাশাপাশি মাইকিং করা হচ্ছে তবে ”গ্রাজুয়েট ফোরাম অফ বাউনিয়াবাঁধ”এর সদসদের এই ব্যয়বহুল এ প্রচারণা কার্যক্রম চালু রাখতে সকলের আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন, তাছাড়া প্রচারনা চালু রাখা সম্ভব হবেনা । “গ্রাজুয়েট ফোরাম অফ বাউনিয়াবাঁধ” এর সদস্য মির্জা রহমান বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্ঠির লক্ষে গ্রাজিয়েশন ফোরাম আফ বাউনিয়াবাঁধ” এর পক্ষ থেকে  ৫ নং ওয়ার্ডের অলি গলিতে ব্যাপক প্রচার প্রচারণার পাশাপাশি জনসচেতনতা মুলক প্রচার পত্র বিলি করছে আমাদের  সংগঠনের সদস্যবৃন্দ ।

 

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please