30th, May, 2023, 11:40 pm

করোনা ওয়ার্ড থেকে দুই রোগীর পলায়ন

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে দুইদিনে দুইজন রোগী পালিয়ে গেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করে করোনা ওয়ার্ডের গেটে পুলিশ মোতায়েনের জন্য লিখিত আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল বিকেল ৩টা ১০ মিনিটের দিকে জ¦র, গলাব্যাথা ও কাশি নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ৬৫ বছর বয়সী নুরুল ইসলাম। তার বাড়ি ভোলা জেলার সদর উপজেলার চন্দ্রপ্রসাদ গ্রামে। এরপর ৭ এপ্রিল সকাল ১১টার দিকে তাকে আর খুঁজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে গত ৫ এপ্রিল দুপুর ১টা ৪৪ মিনিটে জ¦র, গলাব্যাথা ও কাশি নিয়ে ৩৫ বছর বয়সের নাদিরা বেগম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ছোট লবনগোলা গ্রামে। গত ৬ এপ্রিল থেকে তাকে খুঁজে পাচ্ছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দুই রোগীর পালিয়ে যাওয়ার ঘটনা কোতোয়ালি মডেল থানাকে লিখিতভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া করোনা ওয়ার্ডের গেটে নিরাপত্তার জন্য পুলিশ সদস্য মোতায়েনের লিখিত অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান জানান, বিষয়টি জানার পর রোগীদের বাড়ির ঠিকানা অনুসারে সংশ্লিষ্ট থানার ওসি এবং এসপিকে জানানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please