3rd, June, 2023, 12:48 am

করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল ব্রাজিলে

ডেস্ক সংবাদ : যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল।। গত একদিনে দেশটিতে ৫৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১২শ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় শুক্রবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪ হাজার মানুষ। মারা গেছেন ৪৯ হাজার ৯০ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ২০ হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে পর্যাপ্ত করোনা টেস্ট না করানোয় দেশটিতে করোনা আক্রান্তের প্রকৃত চিত্র উঠে আসছে না। করোনা আক্রান্তের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে ব্রাজিলের আরো কয়েক সপ্তাহ লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দরিদ্র শ্রেণীর মানুষ এবং আদিবাসীরা। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনা ভাইরাসের তোয়াক্কা না করে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন। লকডাউন তুলে দেয়ার জন্য ব্রাজিলের বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বলসোনারো দাবি করেন, অর্থনৈতিক দুর্দশা ভাইরাসের চেয়েও বড় প্রভাব ফেলতে পারে। ব্রাজিলে করোনা সংকটের মধ্যেই ইতোমধ্যে দুই জন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please