নিজেস্ব প্রতিনিধি : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু ১ হাজার ছাড়িয়ে ১,০১২ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এক দিনের শনাক্তে এটিও সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪,৮৬৫ জন। বুধবার (১০ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৬৩ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫,৮৯৩ জন