নিজেস্ব প্রতিনিধি : করোনার মাঝে বিপাকে পড়েছেন রাজধানী মিরপুর ১১ নং এ এ্যান্ডা সুপার মার্কেটের দোকান মালিক গণ। জানা যায় উক্ত মার্কেটে সাত চল্লিশ টি দোকান আছে। মার্কেটের দোকানদার গন মিলে প্রায় সর্বমোট ৮০,০০০০০/-( আশি লক্ষ) টাকা অগ্রিম জামানত বাবদ দোকান মালিককে দেয়। কিন্তু দোকানদারদের নোটিশে মাধ্যমে কোন কিছু না জানিয়ে বিগত এক বছর পূর্বে উক্ত মার্কেটের প্লটে ডেভেলপার সাইনবোর্ড লাগিয়ে দেয়। উক্ত বিষয় দেখিয়াও তারা প্রতি মাসের ভাড়া পরিশোধ করছিল নিয়মিত। মার্কেট মালিকের নিকট দোকানদাররা জমাকৃত অগ্রিম জামানতের উক্ত টাকা আমাদের কখন/কিভাবে পরিশোধ করিবে তাহা জিজ্ঞেস করিলে মার্কেট মালিক কোন কিছু না বলে বিভিন্ন সময় ও তারিখে তাহার লোকজন দিয়া দোকান ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি প্রদান করে বলে জানা গেছে। মার্কেট মালিক যে কোন সময় কোন কিছু না জানিয়ে দোকান মালিকগণের উক্ত জামানতের টাকা আমাদেরকে বুঝিয়ে না দিয়া ডেভেলপার কোম্পানির মাধ্যমে মার্কেট ভেঙ্গে বিল্ডিং নির্মানের কাজ শুরু করতে পারে সন্দেহ করে দোকান মালিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক দোকান মালিককে ২ মাস পূর্ব থেকে দোকান ভাড়া পরিশোধন না করায় মার্কেট মালিক ক্ষিপ্ত হইয়া গত ২০/০৫/২০২০ইং তারিখ দুপুর আনুমান ০২.৩০ঘটিকার সময় লোকজন নিয়ে মার্কেটের সামনেেএসে মার্কেটের দেকানদার সবুজ (৩২) এর নিকট ভাড়া টাকা চাহিয়া অকথ্য ভাষায় গালাগালি করে এবংমারার জন্য তেড়ে আসে। এই ঘটনা দেখিয়া উক্ত মার্কেটের অন্যান্যরা ও “এ এ্যান্ড এ সুপার মার্কেটঃ” এর সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান জামান সুমন স্থানীয় পল্লবী থানায় মার্কেট মালিক ইমতিয়াজ আলম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।