3rd, June, 2023, 1:07 am

করোনার চিকিৎসা দিয়ে নিজেই আক্রান্ত,মারা গেলেন ডা: মঈন

নিজেস্ব প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও ডিএমসি ক-৪৮ ছাত্র ডা: মঈন উদ্দিন বুধবার সকাল ৭টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনাভাইরাসের চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি করোনা রোগীদের চিকিৎসায় কাজ করছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। করোনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। গত ৫ এপ্রিল ডা: মঈনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ ম-ল নিশ্চিত করেন। তাকে ওইদিন রাতেই শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য। তার দুই পুত্র ও স্ত্রী রয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please