4th, October, 2023, 10:05 pm

করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি : শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। সে নগরীর বেলতলা এলাকার মাহমুদিয়া স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা আবদুল হালিম খলিফার পুত্র।
একইদিন রাতে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অরুন দত্ত (৬০) নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের উভয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে মৃত অরুন দত্তের সৎকার করা হয়েছে। অপরদিকে জেলায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৪ জনে। সোমবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please