8th, December, 2023, 2:27 pm

কবরস্থানে আটকে গণধর্ষণের ঘটনায়, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় দশ বখাটে মিলে বিশ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় জড়িত ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনবাগ থানার পুলিশ ২ ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা হোসেনে আরা বেগম বাদী হয়ে ঘটনার ৪দিন পর বৃহস্পতিবার রাতে ১০জনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো, অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের হাজী বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে মো. ফারুক (২৫) ও ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার ৬ই জুন সকালে সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের হাজী বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে ফারুকে নেতৃত্বে একই গ্রামের ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিমসহ আরো ৮জন মিলে প্রতিবন্ধী মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরে ধর্ষণ শেষে নানান ধরণের হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন তারা। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি অবগত করলে ওই ভুক্তভোগীর মা এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার ৪দিন পর থানায় একটি মামলা দায়ের করেন। সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ ঘটনায় জড়িত থাকার ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please