মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইনসহ ১২ জন পুলিশ সদস্য করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। লৌহজং থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাফিজুর রহমান মানিক জানান, লৌহজং থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক (তদন্ত), ২ জন এসআই, ২ জন এএসআই ও ৬ জন কন্সট্রোবল করোনায় পজেটিভ আসছে। আর এর আগে ৫ জন করোনায় পজেটিভ ছিলো। তারা সকলেই চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাত ১০ টার দিকে কর্মকর্তা ইনচার্জ মো. আলমগীর হোসাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজাসহ ৭ জনের পজেটিভ আসে। লৌহজং থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, ভগ্নিপতি মারা যাওয়ায় সেখানে আসছি। ভেবেছি সকালে এখান থেকে চলে যাবো। কিন্তু রাতে আমার করোনা পজেটিভ আসছে। তবে আমি এখনও সুস্থবোধ করছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সকালের কাছে দোয়া প্রার্থী।