নিজেস্ব প্রতিনিধি : এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর উদ্যেগে মিরপুর পল্লবী এলাকায় অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে ত্রান বিতরণ করা হয়। জানা যায়, মিরপুর পল্লবীর অসহায় মানুষের কাছে তরুণ সমাজ সেবক বেলাল আহাম্মেদ ও জাহাঙ্গীর আলম খাঁর নেতৃত্বে প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু দেশবাসীর প্রতি আহবান জানান করোনা ভাইরাসের প্রার্দুভাবে আপনারা আতংকিত না হয়ে সচেতন হন। পরম করুনাময় মহান আল্লাহ্ তালার প্রতি ভরসা রাখুন ইনশাল্লাহ মহান রব আমাদের হেফাজত করবেন। তিনি এই কঠিন সময়ে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।