নিজেস্ব প্রতিনিধি : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় এলাকাভিত্তিক লকডাউনের চিন্তা-ভাবনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ধরনের একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেছেন। এর আগে দীর্ঘ ৬৫ দিন আপদকালীন সাধারণ ছুটি শেষে গত ৩১ মে সরকারি অফিস খুলে দেওয়া হয়। দেশব্যাপী করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় গত ২৫ মার্চ সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করে সরকার। তার আগে ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ২৮ মে বৃহস্পতিবার সাধারণ ছুটি না বাড়িয়ে নিজ নিজ কাজে স্বাস্থ্যবিধি মেনে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা নারীদের এ নির্দেশনার বাইরে রাখা হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার। সাধারণ ছুটির সময় জরুরি পরিষেবা প্রদানের সঙ্গে জড়িত সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন অফিসগুলো বর্ধিত সাধারণ ছুটির দিনে সীমিত আকারে খোলা ছিল। গত বছরের ডিসেম্বরে সর্বপ্রথম চীন থেকে সংক্রমণ শুরুর পর করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯-এ পর্যন্ত ছড়িয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে।