3rd, October, 2023, 6:55 am

এলজিএসপি-৩ এর অর্থায়নে ডিজিটাল পণ্য বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এলজিএসপি-৩ এর অর্থায়নে উপজেলার ৮ টি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেন্টারে ডিজিটাল পণ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১লা জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে উদ্দ্যেক্তাদের মাঝে ল্যাপটপ, স্ক্যানার, লেজার প্রিন্টার, কালার প্রিন্টার, ডিএসএল আর ক্যামেরা, প্রজেক্টর(স্কীন সহ) টিভি কার্ড ডিজিটাল পণ্য বিতরণ করা হয়। ডিজিটাল পণ্য বিতরণ ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথী হিসেবে জেলা স্থানীয় সরকার বিভাগ জামালপুরের উপ- পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন ৮ টি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেন্টারে ডিজিটাল পণ্য তথ্য উদ্দ্যেক্তাদের হাতে তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামস উদ্দিন,কামরাবাদ ইউপি চেয়ারম্যান মনছুর আলী খান, ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাদল,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি ডোয়াইল ইউপি সচিব শফিকুল আলম,পোগলদিঘা ইউনিয়ন ডিজিটাল তথ্য সেন্টারের তথ্য উদ্দ্যেক্তা সোলায়মান কবীর প্রমুখ বক্তব্য রাখেন। অনান্যদের মধ্যে সহকারী প্রোগ্রামার(আইসিটি) নাঈমা আক্তার সহ গনমাধ্যম কর্মী,ইউপি চেয়ারম্যান,সচিব গন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please