6th, December, 2023, 2:02 pm

এবার দ্বৈতরূপে মহেশ

ডেস্ক সংবাদ : দক্ষিণী সিনেমার অভিনেতা মহেশ বাবু। ‘মহর্ষি’ খ্যাত পরিচালক ভামসি পায়দিপল্লীর পরবর্তী সিনেমায় অভিনয় করবেন মহেশ। এ খবর কারো অজানা নয়। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৭’। এদিকে গুঞ্জন উঠেছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন মহেশ বাবু। যদি এ খবর সত্যি হয়, তবে প্রথমবার দ্বৈত চরিত্রে পর্দায় হাজির হবেন মহেশ। ভারতীয় মাধ্যমে একটি সূত্র বলেন, ‘এই সিনেমার গল্পে মহেশ বাবু গ্যাংস্টার ও একজন প্রভাষকের চরিত্রে অভিনয় করবেন। অনেকে বলছেন, ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘বাসা’ সিনেমার কিছু একটা হবে এটি। যাইহোক, মহেশ বাবুর দ্বৈত চরিত্রের বিষয়টি এখনো অফিসিয়ালি নিশ্চিত করেনি।’ শোনা যাচ্ছে, সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য শ্রুতি হাসানকে নিতে চাচ্ছেন পরিচালক। কিয়ারা আদবানি মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। বর্তমানে টেকনিক্যাল ক্রদের চূড়ান্ত করার বিষয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক। এ সিনেমার সংগীতায়োজন করছেন থামান। আগামী এপ্রিল থেকে শুরু হয়ে সিনেমাটির শুটিং চলবে ডিসেম্বর পর্যন্ত। মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সারিলেরু নিকেভভারু’। গত ১১ জানুয়ারি মুক্তি পায় এটি। অ্যাকশন ঘরানার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেনÑমহেশ বাবু, রাশমিকা মান্দানা, বিজয়া শান্তি, প্রকাশ রাজ। একজন আর্মি মেজরের চরিত্রে অভিনয় করেছেন মহেশ। অনিল রবিপুড়ি পরিচালিত সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please