22nd, September, 2023, 8:42 am

এক দিনেই ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৫৭

নিজেস্ব প্রতিনিধি : দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে। আরো ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় একদিনে দেশে রেকর্ড ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং চারজন নারী বলে জানান নাসিমা সুলতানা। এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরো ২৩৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please