সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে কাজি ফার্মের জৈব সার ও মাছের খাদ্য কারখানার অপরিশোধিত তরল বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হচ্ছে বাতাস, ক্ষতিগ্রস্থ হচ্ছে শতাধিক জমির ফসল। ইটিপি(বর্জ্য শোধনাগার) স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসি। এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে জানা যায়, কাজি ফার্ম গ্রুপ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরিতলায় লেয়ার, পোল্ট্রি, মাছের খাদ্য ও জৈব সার কারখানা স্থাপন করে ২০১৮ সালের জুন মাসে উৎপাদন শুরু করে। কারখানার দূষিত ও দূর্গন্ধজনিত গ্যাস নির্গমন পাইপ না থাকায় কারখানা সংলগ্ন উত্তর ফরিদপুর, প্রতাপ ও বাইটাকমারী গ্রামের কয়েক হাজার মানুষ কারখানা থেকে নির্গত দূর্গন্ধে মানবেতর জীবনযাপন করছে। নারী-শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ ও গবাদি পশু-পাখি আক্রান্ত হচ্ছে নানা রোগ ব্যধিতে। এছাড়াও কারখানা থেকে নির্গত অপরিশোধিত তরল বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হচ্ছে বাতাস। ক্ষতিগ্রস্থ হচ্ছে কারখানা সংলগ্ন শতাধিক জমির ফসল। এ ব্যাপারে স্থানীয় জনগণ উপজেলার ধামাইনগর ইউপি চেয়ারম্যান বরাবরে অভিযোগ করলে চেয়ারম্যান রাইসূল হাসান সুমন বিষয়টি উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় প্রতিকার চেয়ে উপস্থাপন করেন। কারখানায় ইটিপি স্থাপনের দাবি সহ সমস্যা গুলো প্রতিকারের লক্ষ্যে কাজি ফার্ম গ্রুপকে লিখিতভাবে জানানোর জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে আমাদের প্রতিনিধি কারখানার ম্যানেজার কার্তিক চন্দ্র প্রামাণিকের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি তাতে রাজি না হয়ে কাজি ফার্ম গ্রুপের রংপুরের ম্যানেজার মিজানুর রহমানের সাথে ০১৭১৩-২৩৯০৮৭ নম্বরে যোগাযোগ করতে বলেন। কিন্তু গতকাল ৪ টা ৪৬ মিনিটে ওই নম্বরে মোবাইল কল করলে ম্যানেজার মিজানুর রহমান কলটি রিসিভ করেননি।