22nd, September, 2023, 6:58 am

একমাত্র জাপার সামর্থ্য আছে দুর্নীতিমুক্ত দেশ পরিচালনার

দেশের মানুষ মনে করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনার সামর্থ্য একমাত্র জাতীয় পার্টির রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জি এম কাদের বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। মানুষের আশা জাতীয় পার্টি আরও শক্তি অর্জন করে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অবদান রাখবে। দেশের বড় তিনটি রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় পার্টি হলো জনসাধারণের আস্থার প্রতীক। জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি হচ্ছে জাতীয় পার্টির অন্যতম শক্তি। আগামী দিনের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে স্বেচ্ছাসেবক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সাধারণ মানুষ দেশের রাজনৈতিক শূন্যতা ও সামাজিক অস্থিরতায় বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই প্রত্যাশা করে। কারণ, জাতীয় পার্টির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সমর্থকগোষ্ঠী রয়েছে। জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. বেলাল হোসেন। এতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এম. এ. রাজ্জাক খান। স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আবু সাঈদ স্বপন, গোলাম মোস্তফা, সৈয়দ মনিরুজ্জামান, মনিরুজ্জামান টিটু, মাহমুদুর রহমান মাসুম, শাহজাহান মিয়া, নাসির উদ্দিন হাওলাদার, শিবলু নোমান, কনক আহমেদ, খলিলুর রহমান বাবু, ইদি আমিন অ্যাপোলো, নুরুজ্জামান, আলমগীর হোসেন, হাফেজ মাহমুদুল আনোয়ার ও রুবেল ব্যাপারী।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please