যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার মেসার্স উত্তরা ট্রেডার্স নামে কয়লা আমদানীকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন। আদালত সূত্র জানায়, উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র আছে। সেই উপকেন্দ্র ও মহাসড়কের পাশে উত্তরা টেডার্স দীর্ঘদিন যাবৎ কয়লা স্তুপ(ড্যাম্পিং) করে রেখেছে। নির্ধারিত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণস্থান থেকে কয়লা অপসারণ না করায় বিদ্যুৎ নিয়ন্ত্রণ আইনে মেসার্স উত্তরা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দ্রুত সময়ের মধ্য স্তুপকৃত কয়লা অপসারণের নির্দেশ দেয়া হয়। পরে বিচারক উপজেলার ভৈবর নদ তীরবর্তী বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। ঘাটে কর্মরত শ্রমিকদের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা এবং সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনী, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম(ওএনএম) সাইফুল ইসলাম, উত্তরা ট্রেডার্সের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।