30th, May, 2023, 11:16 pm

আরো ২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত নাসিরনগরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নতুন করে আরো দুই পুলিশ সদস্য করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন । তারা সবাই নাসিরনগর থানায় কর্মরত। এ নিয়ে নাসিরনগরে নতুন করে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই ২ জন পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার নাসিরনগর থানা পুলিশের এক এসআই,৩ কনষ্টেবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখানবিদ,ইবনেসিনার এক রিপ্রেজেন্টিটিভসহ ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান নতুন করে আরো ২ জন পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে থানা পুলিশের এক এসআই,গাড়ি চালকসহ ৩ কনষ্টেবল প্রথম শনাক্ত হয়। এনিয়ে নাসিরনগর থানায় কর্মরত ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please