6th, June, 2023, 3:12 pm

আরও ২ পুলিশ সদস্যের মৃত্যু করোনায়

নিজেস্ব প্রতিনিধি : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত পুলিশের তিনজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দু’জনের একজন হলেন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আবদুল খালেক (৩৬)। আরেকজন ঢাকা মহানগর ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)। ডিএমপি কমিশনার জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান তারা। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান জসীম উদ্দিন (৪০) নামে পুলিশের এক কনস্টেবল। তিনি রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please