ডেস্ক সংবাদ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার স্বাস্থ্য ভালো আছে। ওকলাহোমার টালসায় প্রথম নির্বাচনী সমাবেশে তিনি আরো বলেন, আমি সুস্থ আছি। কোন সমস্যা হলে আমি আপনাদের জানাবো। ট্রাম্প (৭৪) আরো বলেন, আমি আপনাদের বলতে পারি সমস্যা জো বাইডেনের রয়েছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেন (৭৭) এর প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। ট্রাম্প বাইডেনকে চরম বামদের অসহায় পুতুল হিসেবে উল্লেখ করেন।