গোপালগঞ্জ প্রতিনিধি : কোটালীপাড়া উপজেলায় মাদ্রাসা ছাত্র আমানুল্লাহ (১৫) হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার উপজেলা পরিষদের সামনের সড়কে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নিহত আমানুল্লাহর পিতা জাকির হোসেন, মাতা রেহেনা বেগম, সাবেক ইউপি সদস্য জাকারিয়া শেখ, সমাজসেবক হামিম শেখ, জিয়ারুল ইসলাম খান, রুহুল আমিন শেখ, হাবিবুর রহমান শেখ, টুটুল শেখ, নুরুল ইসলাম মিয়া বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। উল্লেখ্য: গত ৮জুন উপজেলার চৌরখুলী গ্রামের মাদ্রাসা ছাত্র আমানুল্লাহকে আম পাড়ার অপরাধে পাশর্^বর্তী দেলোয়ার শেখের ছেলে রফিকুল ইসলাম বাবু ও আউয়াল শেখের ছেলে রহিম শেখসহ কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আমানুল্লাহর পিতা জাকির হোসেন বাদী হয়ে ৬জনকে আসামি করে কোটালীপাড়ায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।