21st, September, 2023, 6:12 pm

আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু ঢাবিতে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ এবং বাংলাদেশ গণিত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘গণিত: চ্যালেঞ্জ ও বাস্তবতা। বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে অবশ্যই গণিতে জ্ঞান অর্জন করতে হবে। 

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please