4th, October, 2023, 10:14 pm

আজ সকালে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি। রোববার (১৭ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে দলটির দুজন যুগ্ম মহাসচিব চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। শনিবার (১৬ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল বলেন, রোববার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের অফিস থেকে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে যাবেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন। এর আগে সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা একটা চিঠি দেব। আমরা আশা করছি কাল-পরশুর মধ্যে চিঠিটি প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছানোর ব্যবস্থা করবো। ফখরুল আরও বলেন, ‘চুক্তির বিষয়ে তথ্য সরবারহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আমরা চিঠি দেব। সেটা যথা সময়ে তাদের কাছে পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please