6th, December, 2023, 2:40 pm

আগুন দিয়ে ভেকু মেশিন পুড়িয়ে দিলো এসিল্যান্ড

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন করার অপরাধে ভেকু মেশিনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের বুড়ামারা বিলে সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাস্সুম ভ্রাম্যমান আদালতে এই রায় ঘোষনা করেন। জানা গেছে, উপজেলার চাঁদভা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মিঠু বিশ্বাস ভাড়া ভেকু মেশিন নিয়ে ফসলি জমিতে পুকুর খনন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাস্সুম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দিন বেলা সাড়ে এগারোটর দিকে ঘটনাস্থলে গেলে জমির মালিক, ভেকুর মালিক ও চালক ভেকু রেখে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাস্সুম জানান, তাদেরকে বার বার নিষেধ করা পরও জমির মালিক দিনে ও রাতে ভেকু দিয়ে পুকুর খনন করে আসছিলেন।
এ ব্যাপারে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে। কিন্তু তারা কোন নিষেধাজ্ঞাই মানছেন না। ভ্রাম্যমান আদালত অবশেষে ভেকু মেশিন পুড়িয়ে দিয়েছে। এতে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ হবে বলে মনে করেন তিনি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please