8th, December, 2023, 4:35 pm

আগুনে পুড়ে মা ও শিশুর মৃত্যু

ডেস্ক সংবাদ :  ফ্রান্সের উত্তরাঞ্চলীয় এক শহরের একটি বাড়িতে সোমবার আগুনে সাত সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। সন্তানদের বয়স ছিল দুই থেকে ১৪ বছরের মধ্যে। তাদের ঘুমন্ত অবস্থায় মধরাতে বাড়িতে এই আগুন লাগে বলে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়। প্যারিস  থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে চার্লি-সুর-মারনে শহরের বাড়িটিতে মধ্যরাতের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র। প্রতিবেশীরা স্থানীয় সময় দিবাগত রাত ১ টার (গ্রিনীজ মান সময়০০০০ টা) ঠিক আগে আগুন লাগার খবর জানাতে দমকলকে ফোন করে। প্রতিবেশীরা জানায়, নিহত নারীর স্বামী, গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত শিশুদের মধ্যে ছিল পাঁচ মেয়ে ও দুই ছেলে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please