মীর আলাউদ্দিন : রাজধানী মিরপুর পল্লবীর অসহায় কর্মহীন শত শত পরিবারের পাশে দাড়ালো এবার মানব কল্যাণ সেচ্ছা সেবক সংস্থা নামের একটি সংস্থা। আজ ২ রা মে মিরপুর ধ ব্লক বালুর মাঠ বনফুল স্কুল মাঠে শত শত মানুষকে শারীরিক দরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ঢাকা ১৬ আসনের এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ উক্ত ত্রাণ বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন। মহিলা আওয়ামীলীগের সভাপতি শিরিন শান্তির নেতৃত্বে গড়ে ওঠা ওই সংগঠনের পক্ষ থেকে সব সময়ই দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে দাড়ায়। শিরিন শান্তি বলেন আমাদের এই সংকটময় পরিস্থিতিতে দেশের অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে তাদের পাশে আমরা সবাই যে যার অবস্থান থেকে দাড়ালে এই পরিস্থিতি মোকাবেল করা সম্ভব। পাশাপাশি তিনি সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান। মানব কল্যাণ সেচ্ছা সেবক সংস্থা সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন আমরা সব সময়ই চেষ্টা করি মানুষের সেবা করতে, তারই ধারাবাহিকতায় দেশে কোভিট ১৯ এর প্রভাবে অনেকেই বিপাকে পড়েছে। কিছু মানুষ আছে যারা কারো কাছে বলতে পারছে না আবার অনেকেই বিভিন্ন জায়গায় ধর্না ধরেই দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারছে না তাই তাদের পাশে দাড়াতে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণে উদ্দ্যোগ গ্রহন করেছি। তিনি আরো বলেন আমাদের এই ত্রাণ বিতরণ চলবে যতদিন দেশে করোনার প্রভাব থাকবে আমরা প্রতি শনিবার এই ত্রাণ বিতরণ করবো। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার বলেন, রাকিবুল, নাজমুল, রাশেদ সহ আমরা ছয়জন বন্ধু ডোর টু ডোর ঘুরছি সবার তালিকা করে স্লিপের মাধ্যমে খাবার সামগ্রী পৌছে দিচ্ছি। এছাড়াও যারা মধ্যবিত্ত আছে যারা কারো কাছে বলতে পারছেন না তাদের জন্য ০১৬২৮-৮৭০১৯৮ এই নাস্বারে হট লাইন চালু করে খাবার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
Leave a Reply