নিজস্ব প্রতিনিধি : বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত ৬৯ বাংলাদেশির তথ্য হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফাইন্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। অর্থ পাচারের সাথে জড়িতের মধ্যে ২৬ জনের নাম এসেছিল প্যারাডাইস পেপারে। আর বাকি ৪৩ জনের নাম আলোচিত পানামা পেপারসে ছিল।
বিএফআইইউ-এর পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদনের ভিত্তিতে ১০ জন বাংলাদেশি অর্থপাচারকারী সম্পর্কে তথ্য দিয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থা। এ তালিকায় নাম আছে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু ও তার দুই ছেলের। এছাড়া বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন চৌধুরি, মাসকট গ্রুপের এফএম জোবাইদুল হক, অনন্ত গ্রুপের শরীফ জহির, ব্যবসায়ী দিলীপ কুমার মোদী, ফয়সাল আহমেদ চৌধুরি অন্যতম।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এই তালিকা জমা দেয় আর্থিক গোয়েন্দা ইউনিট-বিএফআইইউ। আগামি রবিবার এ বিষয়ে বিস্তারিত শুনানির কথা রয়েছে।