ডেস্ক সংবাদ : আফগানিস্তানের হয়ে দশটি টি-২০ আগেই খেলে ফেলেছেন রহমানুল্লাহ গুরবাজ। সেখানে প্রতিভার প্রমাণও দিয়েছেন। বৃহস্পতিবার আবুধাবিতে ওয়নডে অভিষেক হয়েছে ১৯ বছরের ডান-হাতি এই ওপেনারের। আয়ারল্যান্ডের বিপক্ষে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অভিষেক ওই ম্যাচে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেছেন গুরবাজ। তার সেঞ্চুরি এবং শেষ দিকে রশিদ খানের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছে আফগানিস্তান। লেগ স্পিনার রশিদ খান দলের হয়ে ৩০ বলে খেলেছেন দুটি চার ও পাঁচটি ছয়ে ৫৫ রানের দারুণ ইনিংস। ওপেনার গুরবাজ ১২৭ বলে ১২৭ রানের ওই ইনিংস খেলার পথে আটটি চার ও নয়টি ছক্কা হেঁকেছেন। অভিষেক ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সবচেয়ে বেশি রান করেছেন গুরবাজ। দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন। গড়েছেন অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড। শুরুতে ব্যাট করতে নামা আফগানিস্তান গুরবাজের ব্যাটে ভালো শুরু করে। ওপেনিং জুটিতে তুলে ফেলে ১২০ রান। তার সঙ্গে ইনিংস শুরু করা জাভেদ আহমাদী করেন ৩৮ রান। পরের ব্যাটসম্যানরা অবশ্য ব্যর্থ হন। একে একে ফিরে যান রহমত শাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী-গুলবাদিন নাঈবরা। তবে মিডল অর্ডারে নাজিবুল্লাহ জাদরান ২৯ রান যোগ করেন। শেষ দিকে রশিদ খান ঝড়ো ফিফটি করলে আইরিশদের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পারে আফগানরা। আয়ারল্যান্ডের হয়ে আন্দ্রে ম্যাকব্রেইন নেন ৫ উইকেট। বড় লক্ষ্যে এরই মধ্যে ব্যাট করতে নেমেছে আয়ারল্যান্ড।