3rd, October, 2023, 6:52 am

অবহেলিত লকডাউন

আব্দুর রহমান সম্রাট : কুষ্টিয়া জেলার হাউজিং এলাকায় গতকাল বি ১১৮ নম্বর বাড়ির পর আজ ২৭ জুন শনিবার  ঐ একই ব্লকের  ৪১৯ নম্বর বাসায় করোনা রোগী সনাক্ত হয়েছে । সরজমিনে উক্ত বাসার গলির লকডাউন অবস্থার চিত্র দেখা যায়  গলির মাঝে একটা গাছ ফেলে লকডাউন করেছে এলাকাবাসী আর আক্রান্তের বাড়ির সামনে হরদমে চলছে মিস্ত্রিদের কাজ-কর্ম, চলছে অবাধ যাতায়াত । ওই লকডাউন ঘোষিত এলাকায় এক বাদাম বিক্রেতা প্রবেশকালে তার সাথে আলাপ করে জানা যায় এই গলিতে যে করোনা রোগী আছে কিনা সে বিষয়টি তিনি বুঝতে পারেনি, সেখানে বাঁশ, লাল পতাকা বা অন্য কোন সংঙ্কেতের চিহ্ন না থাকায় অনেকেই বিষয়টি বুঝে উঠতে পারছেন না বলে জানান এলাকাবাসী । এলাকাবাসী আরো বলেন স্থানীয় প্রশাসন যদি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয় এবং উক্ত বাড়ি ও গলি আনুষ্ঠানিক লকডাউন এর কাজ দ্রুত সম্পন্ন করে তাহলে সর্তকতা বৃদ্ধি পাবে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please