22nd, September, 2023, 7:30 am

অনুষ্ঠিত হলো ’মা সমাবেশ’

নিজস্ব প্রতিবেদক :  মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ভোলা জেলায় আজ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ, মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা এই স্লোগান নিয়ে শনিবার বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। তাই আমাদের শিক্ষক নিয়োগ নীতিমালায় ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ বিধান রাখা হয়েছে। আমাদের কর্মপরিকল্পনার মধ্যে মায়েদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। তাই আমরা প্রাথমিক শিক্ষায় মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট ইত্যাদিকে গুরুত্ব দিয়েছি। জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপচিালক সৈয়দ মামুনুল আলম, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, প্রথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please