নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে আজ জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লতিফা জান্নাতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।