ভৈরব প্রতিনিধি : ভৈরবের কমলপুর এলাকায় অধিক মূল্যে অক্সিজেন সিলিন্ডার বিক্রয়ের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত । জানা যায়,ভৈরবের কমলপুর বাসন্ড্যন্ট এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় দিকে প্রেমা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্টানকে করোনা ভাইরাস কোভিড ১৯ কে কেন্দ্র করে অক্সিজেনের গ্যাস সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি করছে । এই খবর পেয়ে র্যাবের ভ্রাম্যমান অদালত ঘটনা স্থলে হাজির হয় । ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানার নেতৃত্বে র্যাব ক্যম্পের একটি দল প্রেমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: জাহাঙ্গীরকে (২৯) অধিক মূল্যে অক্সিজেন সিলিন্ডার বিক্রয়ের অপরাধে নগদ ৫০হাজার টাকা জরিমানা করা হয় । অভিযানের সময় উপস্থিত ছিলেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ,এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন । ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জানান, করোনা ভাইরাস নিয়ে অসাধু ব্যাবসায়ীরা জিম্মি করে অতিরিক্ত মূল্যে যে কোন দ্রব্য বিক্রয় করলে অথবা নিলে ,কোন অভিযোগ পেলে আমরা সাথে সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে ।