30th, May, 2023, 11:28 pm

অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত পরিচয়ের ষাটোর্ধ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কাছুটিয়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের গলাকাটা ব্রিজ সংলগ্ন পুলিশ বক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে পুলিশ বক্সের আশপাশে মানসিক ভারসাম্যহীন ঐ ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে বুধবার সকালে তাকে সেখানেই শুয়ে থাকতে দেখা যায়। সকাল থেকে দুপুর হয়ে গেলেও তাকে উঠতে বা কোন প্রকার নড়াচড়া করতে না দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেছি। বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে মনে হচ্ছে। মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please